ফরিদপুরে করোনা রোগীর চাপে সিট বৃদ্ধি: মৃত্যু ৯
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ১২, ২০২১,  ১১:২৯ এএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        ফরিদপুরঃ প্রতিদিন বাড়ছে করোনা রোগীর চাপ এমন পরিস্থিতিতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি করোনা রোগিদের জন্য ৫১৬ শয্যার করা হয়েছে। সর্বশেষ হাসপাতালটিতে শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয়েছিলো ৩৬৬টি।
 
আজও করোনায় ও উপসর্গে ৯জনের মৃত্যু। গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৫৬ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৫১জন। এই সময়ে করনায় ও উপসর্গ নিয়ে মারা গেছে ৯ব্যক্তি।
 
ফরিদপুর জেলা সিভিল সার্জন  অফিস সুত্রে জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৫৬টি এর মধ্যে শনাক্ত হয়েছে  ১৫১জন।
 
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরো ৯ জনমারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৯৫জন।