রাস্তায় দুধ ফেলে দুগ্ধ খামারিদের প্রতিবাদ
                        
                        
                            
                                 আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ৫, ২০২১,  ০৬:২৪ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        ময়মনসিংহঃ জেলার ত্রিশালে দুধের ন্যায্য মূল্য না পেয়ে খামারিগণ দুধ মাটিতে ফেলে অভিনব প্রতিবাদ করেছেন।
 
সোমবার (৫ জুলাই) সকালে পৌর বাজারে ২০/৩০ জন খামারি ১০০ লিটার দুধ রাস্তায় ঢেলে এ প্রতিবাদ জানান।
 
খামারিরা জানান, লকডাউনের কারণে বেশ কিছুদিন ধরেই বাজারগুলোতে দুধের দাম কমে যায়। প্রতি কেজি দুধ ২০ টাকা কেজি দরেও তারা বিক্রি করতে পারছেন না। এ অবস্থায় রাগে ক্ষোভে অর্ধশত খামারি দুধ বাজারের রাস্তায় ফেলে দেন।
 
এসময় খামারিরা সরকারি ব্যবস্থাপনায় মিল্কভিটার মাধ্যমে দুধ ক্রয়ের দাবি জানান।
 
জানা যায়, ময়মনসিংহের ত্রিশালে ৩০০ থেকে ৪০০ গরুর দুগ্ধ খামার রয়েছে।এসব খামারের দুধ স্থানীয় হাট-বাজারে বিক্রি হয়। বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি গোয়ালের কাছে প্রতিদিন ৪০/৫০ লিটার দুধ বিক্রি করেন একেকজন খামারি। কিন্তু লকডাউনের কারনে বাজার মন্দা থাকায় গোয়াল না আসলে দুধ নেওয়ার মত ক্রেতাও পাওয়া যায় না। বিক্রি করতে না পেরে দুধ নিয়ে বাড়ি ফিরতে হয় তাদের