কোম্পানীগঞ্জে বন্দুক-কার্তুজসহ যুবক আটক
                        
                        
                            
                                 আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ২৫, ২০২১,  ০৩:৫৬ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        
নোয়াখালীঃ জেলার কোম্পানীগঞ্জ থেকে র্যাব বন্দুক-কার্তুজসহ এক যুবককে আটক করেছে।
 
আটককৃত মো.সামছুদ্দিন (৩৫) উপজেলার চরএলাহী ইউনিয়নের মৃত আব্দুল মালেকেরে ছেলে।
 
বৃহস্পতিবার রাত ১১টা ১০মিনিটের দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী ক্লোজার ঘাট থেকে তাকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে ৩ টি বন্দুক ও ১২টি কার্তুজ উদ্ধার করা হয়।  পরে শুক্রবার সকাল সাড়ে ৮টায় তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব।
কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসি বেগম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান তার বিরুদ্ধে অস্ত্র আইনে  মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।