ঝিনাইদহে করোনায় মৃত্যু ৩, নতুন আক্রান্ত ৭৩
                        
                        
                            
                                 আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ২৪, ২০২১,  ১২:৩০ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
ঝিনাইদহঃ প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
 
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭’শ ১১ জনে। আক্রান্তের হার ৫১ ভাগ। এছাড়াও গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন।
 
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম আগামী নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ১’শ ৪৩ জনের মধ্যে ৭৩ জনের করোনা পজেটিভ এসেছে।
 
এরমধ্যে ঝিনাইদহ সদরে ৮, শৈলকুপায় ৩০, কালীগঞ্জে ১৬, কোটচাঁদপুরে ৩ ও মহেশপুরে ১৬ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৬৮ জন।