Agaminews
August

বৃষ্টি হলে ডুবে যায় হীরাঝিল মসজিদ: এলাকাবাসীর ক্ষোভ


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি :  প্রকাশিত: জুন ২২, ২০২১, ১১:০২ পিএম
বৃষ্টি হলে ডুবে যায় হীরাঝিল মসজিদ: এলাকাবাসীর ক্ষোভ

ছবিঃ আগামী নিউজ

নারায়ণগঞ্জঃ অতিবৃষ্টিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল বাইতুন নূর জামে মসজিদের ভেতর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।পরে এলাকার কয়েকজন লোক ও মসজিদের খাদেম পানি সেচ দিয়ে মসজিদ পরিস্কার করে।

মঙ্গলবার ( ২২ জুন)  দুপুর সাড়ে ১২ টায় এমন চিত্র দেখা যায়। 

দেখা যায়,  মসজিদের ভেতর ও মসজিদের আশপাশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনে কয়েকজন মুসল্লি ও মসজিদের খাদেমরা কাজ করছেন। 

প্রতিবছর বর্ষার মৌসুমে  মসজিদের ভেতর জলাবদ্ধতার সৃষ্টি হলেও মসজিদ কমিটি কোন  কার্যকরী পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে হীরাঝিল এলাকার বাসিন্দা ও শ্রমিকদল নেতা   আব্দুল্লাহ - আল মামুন ওরফে বিদ্যুৎ মামুন জানান,আমাদের এলাকায় মানুষ বেড়েছে। প্রতি সপ্তাহে জুম্মার নামাজে মসজিদে অনেক মানুষ টাকাপয়সা  দান করেন। বৃষ্টি আসলেই মসজিদ ডুবে যায়। কিন্তু মসজিদের জলাবদ্ধতা নিয়ে  কমিটির কোন পদক্ষেপ নেই। বছরের পর বছর এমন দেখে আসছি।তাহলে মসজিদ কমিটির কাজটা কি?

হীরাঝিল আবাসিক এলাকার বাসিন্দা খোরশেদ বলেন, প্রতিবছর বর্ষার মৌসুমে বৃষ্টি হলেই মসজিদের নিচতলা ডুবে যায়। কিন্তু এ ব্যাপারে মসজিদ কমিটির কোন কার্যকরী পদক্ষেপ আজপর্যন্ত দেখিনি।

এ বিষয়ে হীরাঝিল মসজিদ কমিটির সভাপতি আব্দুল মতিন বলেন, হীরাঝিল এলাকার অন্যান্য গলির তুলনায় মসজিদ গলিটা তুলনামূলক নিচু। বেশি বৃষ্টি হলে পানি জমে যাওয়া স্বাভাবিক।এজন্য মসজিদ কমিটির কিছু করার নেই। মসজিদের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব স্থানীয় কাউন্সিলের বলেও জানান আব্দুল মতিন।