Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে খালি নেই আইসিইউ, অক্সিজেনের পর্যাপ্ত মজুত


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২১, ০৭:১৫ পিএম
দিনাজপুরে খালি নেই আইসিইউ, অক্সিজেনের পর্যাপ্ত মজুত

ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ করোনার উচ্চ সংক্রমণ হার বৃদ্ধিতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আই সি ইউ বেড খালি নেই। তবে পর্যাপ্ত মজুত আছে অক্সিজেনের।
 
গত ১৫ই জুন হতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৭ দিন লকডাউনের পর আবারও ৭ দিন বাড়িয়ে ২৮ জুন পর্যন্ত করা হলেও চলমান লকডাউনের ৮ম দিনেও কমেনি উচ্চ সংক্রমণ হার। 
 
প্রশাসনে যথেষ্ট তৎপরতা থাকলেও লকডাউন মূলত জনসাধারণে বরাবরই উপেক্ষিত। সকালটা লকডাউনের মধ্য দিয়ে শুরু হলেও সময়ের সাথে লকডাউন উপেক্ষিত হচ্ছে জনসাধারণে। জেলা শহরে ঘুরে দেখা যায় প্রশাসনের তৎপরতা ও প্রচারণা  অব্যাহত থাকার পরও নানা অজুহাতে মানুষ বেড়িয়ে পড়ে।রাস্তায় সল্প সংখ্যক অটো চলাচল করছে। সাইকেল,মোটরসাইকেল অনেক দোকানপাট লুকিয়ে কেনাবেচাও করছে। 
 
উপজেলা প্রশাসনের তৎপরতায় বিভিন্ন সড়কে বাঁশ দিয়ে রাস্তা আটকালেও শহরের কিছু প্রবেশ পথ অনেকটা অরক্ষিত।
 
বর্তমান প্রেক্ষাপটে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিভিল সার্জন মো আব্দুল কুদ্দুস আগামী নিউজকে বলেন, লকডাউনের ফলাফল এত তারাতারি পাওয়া কঠিন। জনসাধারণ বুঝতেছে না কত অজুহাত, অনেকে এখনো মাক্স ব্যবহার করছে না, আবার কেউ লকডাউন দেখতে বের হয়, অনেক সংক্রমিত উপসর্গ বিহীন রোগী  বাড়ি থেকে বের হয়ে ঘুরে বেড়াচ্ছে।
 
আমরা আরও কঠোর হচ্ছি তবে জনসাধারণকে অনুরোধ করব লকডাউন মেনে চলতে আশংকা বা আতংকিত হওয়ার কিছু নেই আমাদের পর্যাপ্ত প্রায় ১ হাজার ৫০০ সিলিন্ডার  অক্সিজেন ও রোগী ভর্তির শয্যা সংখ্যা প্রায় ২৫০ আছে কিন্তু তার বিপরীতে রোগী ভর্তি আছে ১০৪ জন। আইসিইউ ক্যাপাসিটি ১৫ খালি না থাকলেও ডাক্তার নার্স সংকট হবে না।
 
আজ দিনাজপুরে ২৪ ঘন্টায় ২২৪ নমুনা পরীক্ষায় আক্রান্ত ১১০ জন মৃত্যু ২ জন। সংক্রমণের হার ৪৪.০০%।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে