Agaminews
August

রাজবাড়ীতে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২২, ২০২১, ০৬:৩৯ পিএম
রাজবাড়ীতে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীঃ পানিতে ডুবে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসপি পরীক্ষার্থী কাজী ওয়াসিফ হাসান অর্ণ-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জেলা শহরের বড়পুল এলাকার কাজী জাহিদ হাসান লিপনের ছোট ছেলে।

অর্ণর চাচাতো ভাই কাজী আরাফাত হাসান জিসান জানিয়েছে, মঙ্গলবার সকালে সরকারী উচ্চ বিদ্যালয়ে মাঠে ফুটবল খেলে। ওই খেলা শেষে বন্ধুদের সাথে অর্ণ জেলা শহরের পানি উন্নয়ন বোর্ডের পুকুরে গোসল করতে যায়। তবে সে সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে তলিয়ে যায়। ওই অবস্থায় অন্যান্য বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ওই সময়ই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।