Dr. Neem on Daraz
Victory Day

হরিরামপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া


আগামী নিউজ | অপু সাহা, হরিরামপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২১, ০৬:২০ পিএম
হরিরামপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া

ছবিঃ আগামী নিউজ

মানিকগঞ্জঃ জেলার হরিরামপুরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গল বার (২২ জুন) দুপুরে, হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন হরিরামপুর এর দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমান শিকদার এর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়।
 
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
 
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়াহিদুর রহমান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, হরিরামপুর উপজেলায় বিভিন্ন বাজারে ব্যবহৃত এলপিজি গ্যাসের আগুন নেভানো, ছোট ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ বড় ধরনের আগুন নেভানোর বিষয়ে সবাইকে সচেতন করার এই মহড়া অব্যহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বরত কর্মকর্তাগণ।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে