Agaminews
August

ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত ৩০, মৃত্যু ১


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি  প্রকাশিত: জুন ২২, ২০২১, ১২:৩৭ পিএম
ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত ৩০, মৃত্যু ১

ফাইল ছবি

ঝিনাইদহঃ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৬১ ভাগ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ২১ জনে। এছাড়াও ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। মোট মৃত্যুর সংখ্যা ৭১ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম আগামী নিউজকে জানান, মঙ্গলবার ঝিনাইদহে ৬৩ নমুনা পরীক্ষায় ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৩, শৈলকুপায় ১, হরিণাকুণ্ডুতে ৭, কালীগঞ্জে ৯ ও মহেশপুর উপজেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৮৮ জন।

এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে আজ সন্ধ্যা ৬ টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাতে জেলা প্রশাসক মো: মজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।