হরিরামপুরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ প্রশিক্ষন কর্মশালা
                        
                        
                            
                                 আগামী নিউজ | অপু সাহা, হরিরামপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ২১, ২০২১,  ০২:০০ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        মানিকগঞ্জঃ জেলার হরিরামপুরে উপজেলা পর্যায়ে “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (SOD)-২০১৯” অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২১ জুন) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামানের সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
 
কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফ্ফার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে আজাদ।
 
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সদস্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও এনজিও কর্মী উপস্থিত ছিলেন