মানিকগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের দায়ে গ্রেফতার ৩
                        
                        
                            
                                 আগামী নিউজ | বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ২০, ২০২১,  ০৭:৩৮ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
মানিকগঞ্জঃ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন জনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ র্যাব ৪ এর একটি টিম।
 
রোববার (২০ জুন) দুপুরে মানিকগঞ্জ র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭ জুন দুপুরে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে একটি পোল্ট্রি ফার্মে আটকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুপুরে তিন জনকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে ময়নুল ইসলাম ওরফে জাহিদ (১৪), ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা গ্রামের সোহরাবের ছেলে আরমান (১৪) এবং একই ইউনিয়নের শানবান্দা গ্রামের সোহরাব ইসলামের ছেলে আমিনুল ইসলাম (১৫)।
 
স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া ধর্ষকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি উনু মং।