মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ধরা ইউপি সদস্য!
                        
                        
                            
                                 আগামী নিউজ | মো.বাবর আলী, নড়াইল জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ২০, ২০২১,  ০৬:১৮ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        নড়াইলঃ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ধরা খেলেন এক ইউপি সদস্য। অতঃপর ১৫দিনের সাজা দিলেন ভ্রাম্যমাণ আদালত।
 
ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়ায় উপজেলার ৩নং হামিদপুর ইউনিয়নের ভোমবাগ গ্রামে।
 
সাজাপ্রাপ্ত ঐ আসামী ৩নং হামিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য এবং ভোমবাগ গ্রামের শাহাদাৎ খাঁনের ছেলে লালন খাঁন(৩৫)।
 
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত ঐ আসামী ভোমবাগ গ্রামে নিয়মিত মাদক সেবন করে আসছিল। গত ১৯শে জুন কালিয়ায় থানার এস আই মিজানুর রহমান মাদক সেবনরত অবস্থায় ইউপি সদস্য লালন খাঁনকে হাতে নাতে আটক করে।
 
আজ ২০শে জুন ভ্রাম্যমাণ আদালতে  নিলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদার আদালত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নড়াইল কারাগারে প্রেরণ করেন।