Agaminews
August

খোকসায় গাঁজাসহ গ্রেফতার ১


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৮, ২০২১, ১২:২৮ পিএম
খোকসায় গাঁজাসহ গ্রেফতার ১

ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলায় দেড়'শ গ্রাম গাঁজাসহ মোঃ সাগর নামে একজনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। 
 
বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ১০ টার সময় কুষ্টিয়ার খোকসা উপজেলার ডাকবাংলা মোড়ে কুষ্টিয়া হাউজিং সি ব্লকের দক্ষিণ পাড়ার মোঃ ফারুক হোসেনের ছেলে মোঃ সাগর (২৮) গাঁজা বিক্রিরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
 
গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা এসআই কাজী ইব্রাহীম আসামি সাগরকে গ্রেপ্তার করা হয় বলে জানান। পরে তার কাছ থেকে দেড়শ গ্রাম গাঁজা পাওয়া যায় এ ব্যাপারে খোকসা থানায়মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান বলেন, খোকসাকে মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।