Agaminews
August

লকডাউনের ২য় দিনে দিনাজপুরে রেকর্ড শনাক্ত ৭৬


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৪:৩৯ পিএম
লকডাউনের ২য় দিনে দিনাজপুরে রেকর্ড শনাক্ত ৭৬

ফাইল ছবি

দিনাজপুরঃ জেলায় আজ ২য় দিনের কঠোর লকডাউনেও রেকর্ড শনাক্ত ৭৬ জন।

গতকাল ১৫ জুন সকাল ৬ টা থেকে ৭ দিনের লকডাউনের ২য় দিনে লকডাউন সতর্ক প্রসাশন।শহরের প্রবেশ মুখগুলোতে পুলিশের সতর্ক অবস্থান। তবুও আটকানো যাচ্ছে না জনসাধারণকে অজুহাতের শেষ নেই।পুলিশি তল্লাশিতে প্রবেশ মুখে যানবাহন গুলো থেকে নামিয়ে  দিলেও পায়ে হেটেই গন্তব্যে যাওয়ার চেষ্টা।     

আজ ১৬ জুন সোমবার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনু্যায়ী  ১৯৫ টি নমুনা পরীক্ষায় আরও নতুন শনাক্ত ৭৬ জন  শনাক্তের হার ৩৮.৫৭%।  আজও ৭৬ জনের ৬০ জনই সদরের। জেলায় মোট শনাক্ত ৬ হাজার ৪৪৩ জনের মধ্যে শুধু মাত্র সদর উপজেলায় শনাক্ত  ৩ হাজার ৬৮৪ জন। বর্তমানে রোগীর সংখ্যা ৬০৪ জন। হাসপাতালে ভর্তি রোগী বেড়ে ৮৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ মাত্র ১৫ জন। 

নতুন নমুনা সংগ্রহ ২০২ টি। বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছে ২৩০ জন আর ছাড় পত্র পেয়েছেন ৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৯৫ জন।