Agaminews
August

দুপচাঁচিয়ায় ক্যান্সার রোগীর আত্মহত্যা


আগামী নিউজ | মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৩:০৭ পিএম
দুপচাঁচিয়ায় ক্যান্সার রোগীর আত্মহত্যা

ফাইল ফটো

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার পল্লীতে বুধবার (১৬ জুন) সকালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ওই ব্যক্তির নাম আনছার আলী (৫২)।সে পাচোষা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

পারিবারিক ও  প্রতিবেশি সূত্রে জানা গেছে, ক্যান্সার রোগী আনছার আলী কে বুধবার সকাল ৮ টার দিকে বাড়ির পিছনের একটি গাছের শাখায় সংযুক্ত দড়ির সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে দুপচাঁচিয়া থানা  পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে ঝুলন্ত দশা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

দীর্ঘদিন ক্যান্সার রোগে অস্থির হয়ে পড়েছিলেন আনছার আলী । রোগের অস্থিরতাজনিত কারনে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানায় ওই সূত্র।

পুলিশ জানায়, এ সংক্রান্তে থানায় একটি অস্বাভাবিক মৃত্য মামলা দায়ের করা হয়েছে।