Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

বোয়ালমারীতে সেরা ভূমি উন্নয়ন করদাতাদের সন্মাননা প্রদান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৯:২১ পিএম
বোয়ালমারীতে সেরা ভূমি উন্নয়ন করদাতাদের সন্মাননা প্রদান

ছবি: সংগৃহীত

ফরিদপুরঃ জেলার বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ২০২০-২১ অর্থবছরের সেরা ভূমি উন্নয়ন করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

ইউনিয়ন পর্যায়ে সেরা ভূমি উন্নয়ন করদাতারা হলেন বোয়ালমারী ইউনিয়নে আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম, পরমেশ্বরদী ইউনিয়নে মো. আলীম শেখ, শেখর ইউনিয়নে সৈয়দ আব্দুল হাই, চতুল ইউনিয়নে আব্দুস শুকুর শেখ, রূপাপাত ইউনিয়নে মো. আসাদুজ্জামান ফটু, গুনবহা ইউনিয়নে আদেল উদ্দিন শিকদার, ময়না ইউনিয়নে মো. শাহীন খান, ঘোষপুর ইউনিয়নে সুবাশ সাহা, সাতৈর ইউনিয়নে রাবেয়া খানম এবং দাদপুর ইউনিয়নে আদেল মাতুব্বর।