Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

তারাকান্দায় ভূমিহীনদের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার 


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৮:০৩ পিএম
তারাকান্দায় ভূমিহীনদের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার 

ছবি: আগামী নিউজ

ময়মনসিংহঃ জেলার তারাকান্দা উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২য় পর্যায়ে নির্মাণাধীন গৃহের কাজ পরিদর্শন করেন ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন কালে তিনি প্রাক্কলন মোতাবেক সকল কাজ পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এবং সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা,তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার,কামারগাও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও স্থানীয় জনসাধারণ। এসময় উপজেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।