Dr. Neem on Daraz
Victory Day

গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া মর্টারশেল ধ্বংস


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৭:১৭ পিএম
গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া মর্টারশেল ধ্বংস

ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে গত ৮ ফেব্রুয়ারী উদ্ধারকৃত একটি মর্টারশেল আজ বৃহস্পতিবার (১০ জুন) বিস্ফোরণ ঘটিয়েছে সেনা বাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল।

দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকার ফাঁকা জমিতে সেনাবাহিনীর ৯ ইঞ্জিনিয়রিং ব্যাটালিয়নের ক্যাপ্টেন আবু সালেহ এর নেতৃত্বে বোমা বিশেষঞ্জ দলটি বিশেষ ব্যবস্থায় এ বিষ্ফোরণ ঘটায়।  

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, অব্যবহৃত মর্টার শেলটি ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে। গত ৮ ফেব্রুয়ারী গোবিন্দগঞ্জ পৌর এলাকার খলসী চাঁদপুর নদীর তীরবর্তী এলাকার বালুর চরে খেলার সময় স্থানীয় কয়েকজন শিশু মর্টার শেলটি দেখতে পায়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে