Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া মর্টারশেল ধ্বংস


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৭:১৭ পিএম
গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া মর্টারশেল ধ্বংস

ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে গত ৮ ফেব্রুয়ারী উদ্ধারকৃত একটি মর্টারশেল আজ বৃহস্পতিবার (১০ জুন) বিস্ফোরণ ঘটিয়েছে সেনা বাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল।

দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকার ফাঁকা জমিতে সেনাবাহিনীর ৯ ইঞ্জিনিয়রিং ব্যাটালিয়নের ক্যাপ্টেন আবু সালেহ এর নেতৃত্বে বোমা বিশেষঞ্জ দলটি বিশেষ ব্যবস্থায় এ বিষ্ফোরণ ঘটায়।  

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, অব্যবহৃত মর্টার শেলটি ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে। গত ৮ ফেব্রুয়ারী গোবিন্দগঞ্জ পৌর এলাকার খলসী চাঁদপুর নদীর তীরবর্তী এলাকার বালুর চরে খেলার সময় স্থানীয় কয়েকজন শিশু মর্টার শেলটি দেখতে পায়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।