Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ফরিদপুরে ৬টি চোরাই মটর সাইকেলসহ ৫ জন গ্রেফতার


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৫:৩৯ পিএম
ফরিদপুরে ৬টি চোরাই মটর সাইকেলসহ ৫ জন গ্রেফতার

ছবি : আগামী নিউজ

ফরিদপুরঃ গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা ডিবি পুলিশের  অভিযানে চালিয়ে ৬টি চোরাই মটর সাইকেলসহ ৫জন কে গ্রেফতার করে

ফরিদপুরের অতিঃপুলিশ সুপার জামাল পাশা আজ দুপুরে এক প্রেস ব্রিফিং বলেন ডিবি পুলিশ  জানতে পারে যে, আসামী ১। সাদ্দাম হোসেন (২৭) পিতা  আঃ বারেক মোল্লা সাং কামালদিয়া, থানা মধুখালী জেলা ফরিদপুর চোরাই মটর সাইকেল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং তার বাড়ীতে একাধিক চোরাই মটর সাইকেল আছে।  উক্ত তথ্যের ভিত্তিতে জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা পুলিশ সুপার ফরিদপুর এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর এর নেতৃত্বে  এস আই/ মাহাবুল করিম, এস আই খায়রুল বাসার এস আই/ শামীম হাসান, এস আই/ আঃ রহিম সংগীয় অফিসার ফোর্সের সহায়তায়  গভীর রাতে অভিযান শুরু করে আজ সকাল অবধি অভিযান পরিচালনা করে চোরাই মটর সাইকেল (চোরাই মালামাল) ক্রয় বিক্রয় ও নিজ নিজ দখলে রাখার অপরাধে ১। সাদ্দাম হোসেন (২৭) পিতা  আঃ বারেক মোল্লা  ২। বিপুল মোল্লা ওরফে দিপুল মোল্লা (৩৭) পিতা নুর মোহাম্মদ মোল্লা ৩। ইলাহী মোল্লা (২৭) পিতা মোঃ আবুল মোল্লা সর্বসাং কামালদিয়া থানা মধুখালি ৪। মোঃ শাহিন মোল্লা ওরফে বাহাউদ্দিন (৩৮) পিতা মৃত মোশারফ মোল্লা সাং মুজুরদিয়া ৫। মোঃ তুহিন মোল্লা (২৭) পিতা আকুব্বর মোল্লা সাং চন্দনী উভয় থানা বোয়ালমারী  সর্বজেলা ফরিদপুর গনদের গ্রেফতার করা হয়। আসামী ১। সাদ্দাম হোসেন এর দখলে থাকা একটি TVS Apache RTR ও একটি PULSAR মটর সাইকেল ২। বিপুল মোল্লা ওরফে দিপুল মোল্লা (৩৭)এর দখলে থাকা চোরাই একটি Discover 125-cc ৩। ইলাহী মোল্লা (২৭)এর দখলে থাকা চোরাই একটি Discover 135-cc ৪। মোঃ শাহিন মোল্লা ওরফে বাহাউদ্দিন (৩৮)এর দখলে থাকা চোরাই  একটি TVS Apache RTR এবং একটি TVS Apache RTR মটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় মধুখালী ও বোয়ালমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ছয়টি চোরাই মটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।