ভোলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
                        
                        
                            
                                 আগামী নিউজ | ভোলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ১০, ২০২১,  ০৪:৫৭ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি: সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        
ভোলাঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার এলাকায় দৃষ্টিনন্দন এই মসজিদটি সহ একযোগে দেশের ৫০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মসজিদটি নির্মানে ব্যায় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা।
 
ভোলা ব্যাংকের হাট মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-এলাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
 
এ ধরনের অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ হওয়ায় স্থানীয় এলাকাবাসী প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান।