Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

বোয়ালমারীতে নসিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২১, ০৬:৩৩ পিএম
বোয়ালমারীতে নসিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত

ফাইল ফটো

ফরিদপুরঃ জেলার বোয়ালমারীতে নসিমন উল্টে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সহস্রাইল বাজারে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানিয়েছে, নিহত ওই মাছ ব্যবসায়ীর নাম আইউব আলী। তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকাল ৭টার দিকে আইউব আলী নসিমন যোগে বাগেরহাট থেকে ড্রামভর্তি মাছ নিয়ে বোয়ালমারীর দিকে ফিরছিলেন।
 
মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারীর সহস্রাইল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে মাছভর্তি ড্রামের চাপায় ঘটনাস্থলেই আইউব আলীর মৃত্যু হয়। এসময় নসিমন চালকও মারাত্মক আহত হয়।