 
                            
                                                বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার পল্লীতে আকরাম হোসেন (৪৫) নামের এক দিনমজুর শনিবার (৫ জুন ) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যুবরণ করেছে। নিহত আকরাম উপজেলার চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর গ্রামের মৃত কায়ছার আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আকরাম হোসেন দুপচাঁচিয়া উপজেলার তালুচ -ছাতনী এলাকায় শনিবার সকাল ৮ টার দিকে গ্যাস টাবলেট সেবন করলে মূমূর্ষ অবস্থায় উপনীত হয়। এমতাবস্থায় তাকে স্থানীয়রা দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা বেগতিক হলে মূমূর্ষ আকরাম হোসেন কে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পর বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।
দিনমজুর আকরাম হোসেন ঋণগ্রস্ত থাকার কারনে গ্যাস ট্যাবলেট সেবন করেছে বলে জানায় ওই সূত্র।
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)