Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ফরিদপুরের পিঠা কুমড়া বাজারে আগুনে পুড়লো ৯টি দোকান


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২১, ১১:২৮ এএম
ফরিদপুরের পিঠা কুমড়া বাজারে আগুনে পুড়লো ৯টি দোকান

ছবি : আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার সদর উপজেলার পিঠাকুমড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৯টি দোকান। শুক্রবার দিবাগত রাত ১টার সময় এই ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট  থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুন মূহূর্তের মধ্যে ছড়িছে পড়লে ডাল ব্যাবসায়ী সুবল সাহা, নির্মল সাহা, এনায়েত মল্লিক, মতি মল্লিক, ইসলাম মল্লিক, মজিবর মল্লিকসহ আশে-পাশের ৯টি দোকান ঘর ও  মালামাল পুড়ে ছাই হয়ে যায়।   

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রেনে আনে। অগ্নিকান্ডে পঞ্চাশ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে স্থানীয়রা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার মোস্তজা ফকির জানান, প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে বলা যাবে বলে তিনি জানান।