Dr. Neem on Daraz
Victory Day

করোনায় কুয়াকাটায় হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর পরিবারে নেই ঈদ আমেজ


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২১, ০৯:৫১ পিএম
করোনায় কুয়াকাটায় হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর পরিবারে নেই ঈদ আমেজ

ছবিঃ আগামী নিউজ

পটুয়াখালীঃ কোভিভ ১৯ এর প্রাদুভার্ব কমাতে দেশব্যাপী চলা সরকার ঘোষিত লকডাউনে পযর্টকশূণ্য হয়ে পড়ায় পর্যটন নির্ভর ব্যবসায়ীদের উপার্জনের একমাত্র পথটি বন্ধ হয়ে যায়। আয়ের একমাত্র পথ বন্ধ হওয়ায় পবিত্র ঈদের আনন্দ উদযাপনের স্বপ্ন বেদনায় পরিনত হয়েছে। ম্লান হয়ে গেছে এ সব পরিবারের কোমলমতি শিশুদের ঈদের আনন্দ।

নেই কোন উচ্ছ্বাস। আত্মশুদ্ধির পর আর মাত্র একদিন পর দেশে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উৎসবকে কেন্দ্র করে পযটন নগরী কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের পেশাজীবী পরিবারে নেই কোন ঈদ আয়োজন।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ক্যামেরা হাতে নিয়ে দাড়ানো ফটোগ্রাফার মো.মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে বলেন, আমার আয়ের উপরেই বেঁচে আছে আমার পুরো পরিবার। লকডাউনে কোন পর্যটক নাই কুয়াকাটায় ফলে আমাদের পরিবারের জন্য কোন কিছুই কিনতে পারি নাই। আমরা ভাত খেতেই পারিনা সেখানে জামা কাপড় কিনবো কি করে! সরকার কিংবা স্থানীয় কেউ এগিয়ে আসেনি আমাদের পাশে। অনাহারে অর্ধাহারে কাটে আমাদের দিন।

পাশে থাকা ফুচকা বিক্রেতা মো: জসিম বলেন, গত বছর থেকেই ভাত খেতেই কষ্ট হয়। সরকারের কিবা কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসেনা।  এবারে ঈদ আমাদের জন্য না। এখন শুধু চোখে অন্ধকার দেখি। ছোট্ট একটা মেয়ে আছে ওকে এখন পর্যন্ত একটা জামাও কিনে দিতে পারি নাই। ঘরে গেলেই শুধু কান্না করে একটা জামার জন্য। কেউ যদি এগিয়ে আসত হয়ত আমাদের ঈদের দিনটা একটু ভালো কাটত।

ফ্রাই ফিসের ব্যবসায়ী মো: আলমাস বলেন, কোন সময় আমরা সরকারি কোন সহায়তা পাইনা। গত বছরে তালিকা নিছিল সরকারি সহায়তার কথা বলে কিন্তু আমরা কোন কিছুই পাইনাই।  এ বছরেও এখন পর্যন্ত কেউ কোন কিছু আমাদের সাহায্য সহযোগীতা করেনী।

কুয়াকাটা ফটোগ্রাফার সমিতির সভাপতি আল আমীন বলেন, আমরা এখন পর্যন্ত কোন
সরকারি সহায়তা পাইনি। আমাদের সমিতিতে কোন সঞ্চয় নেই তাই এই অভাবে কারো
পাশে আমরা দাড়াতে পারিনি।

কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার গনমাধ্যমকে বলেন, এ পর্যন্ত ৪হাজারেরও বেশি অসহায়  পৌরবাসির  পাশে আমার ব্যক্তির পক্ষ থেকে  খাবার ও পোষাক দেয়া হয়েছে। সরকারী সহায়তান পাশাপাশী ব্যক্তি উদ্দ্যেগে যতটুকু পারি করোনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে আছি। সামনে যতটুকু পারি চেষ্টা অব্যাহত আছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে