 
                            ছবি: আগামী নিউজ
কুড়িগ্রামঃ জেলার রাজারহাটে ভিজিএফের আওতায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ শুরু হয়েছে।পিআইও অফিস সুত্রে জানাজায় উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৩৩ হাজার ৩৫৮টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৪৫০ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ ১১ হাজার ১শত টাকা নগদ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
শনিবার (৮ মে ) সকাল থেকে ভিজিএফ-এর বরাদ্দকৃত নগদ টাকা ইউনিয়ন পরিষদ বিতরণ শুরু করেছে।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট করে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর টিম মনিটরিং করবেন। আশা করি সুবিধাভোগীরা ঈদের পূর্বে প্রধানমন্ত্রীর দেয়া জিআর ও ভিজিএফ’র নগদ অর্থ হাতে পেয়ে যাবেন।
আগামীনিউজ/নাহিদ
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)