Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

গুরুদাসপুরে ৬ বছরের শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার


আগামী নিউজ | আব্দুল মজিদ, নাটোর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২১, ০৫:৩০ পিএম
গুরুদাসপুরে ৬ বছরের শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ফাইল ফটো

নাটোরঃ জেলার গুরুদাসপুরে মুহিবুল্লাহ নামে এক ৬ বছরের শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুহিবুল্লাহ সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসাহক আলীর পুত্র।

বৃহস্পতিবার রাতে উপজেলার সাবগাড়ি এলাকার ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানান,  মুহিবুল্লাহ প্রায় এক মাস আগে তার মায়ের সাথে নানার বাড়ি সাবগাড়িতে বেড়াতে যায়।

বৃহস্পতিবার বিকেলে মোবাইল নিয়ে সে কার্টুন দেখতে বাড়ির বাইরে যায়, পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির অদুরে ভুট্টার ক্ষেতে তাঁর বস্তাবন্দী জবাই করা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার হাতের মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে তাকে হত্যা করে মরদেহটি ফেলে গেছে হত্যাকারী। ঘটনাটি তদন্ত চলছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আগামীনিউজ/এএস