Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ার ৩টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান


আগামী নিউজ | মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২১, ০৪:০৭ পিএম
দুপচাঁচিয়ার ৩টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

অভিযান পরিচালনাকালে নিউ শারমিন এবং অনুপম ক্লিনিকের অনুমোদন না থাকায় ওই দুই ক্লিনিক বন্ধ করাসহ আধুনিক ক্লিনিকে  অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় ৩০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত আগামী নিউজকে বলেন, অভিযান পরিচালনাকালে ওই ক্লিনিকগুলোতে ব্যাপক অব্যবস্থাপনা দেখা গেছে। ক্লিনিকের অপারেশন থিয়েটারে  যন্ত্রপাতির পরিবর্তে শাম্পু, কৌটা, স্নো ইত্যাদি সামগ্রী পাওয়া গেছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে অনুমোদনবিহীন সকল ক্লিনিক বন্ধ করা হবে।

আগামীনিউজ/এএস