Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক


আগামী নিউজ | মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২১, ০৩:৪৩ পিএম
দুপচাঁচিয়ায় ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক

ছবি সংগৃহীত

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে মঙ্গলবার (৪ মে)  দিবাগত রাতে দুপচাঁচিয়া পৌর এলাকার জয়পুরপাড়া থেকে এক মাদক সম্রাজ্ঞী  কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ওই মাদক সম্রাজ্ঞীর  নাম সাবিনা ইয়াসমিন মুক্তা (৩৫)। সে দুপচাঁচিয়া পৌর এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ জানায়,  দুপচাঁচিয়া পৌর এলাকার জযপুরপাড়ায় একটি বাড়িতে মাদক বিক্রির গোপন খবরে তৎপর হয়ে পুলিশ অভিযানে নামে। ওই বাড়িতে অভিযানকালে সাবিনা ইয়াসমিন মুক্তার কাছে  ৭ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানায়, আটককৃত ওই মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ মে) তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আগামীনিউজ/এএস