Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার


আগামী নিউজ | মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২১, ১২:২৫ পিএম
দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফাইল ফটো

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি এস.এম আসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।  বাংলাদেশ ছাত্রলীগের  কেন্দ্রীয় নির্বাহী সংসদের  সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত  চলতি বছরের ৪ মে (মঙ্গলবার)  প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে।

ওই  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদালতে অভিযোগ  প্রমানিত না হওয়ায় দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে এস.এম আসলামের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সেইসাথে দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে এস.এম আসলামের ওপর বহিষ্কারাদেশ আরোপ করেছিল।

আগামীনিউজ/এএস