Dr. Neem on Daraz
Victory Day

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু


আগামী নিউজ | ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৯:৫১ পিএম
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ফেনীঃ আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সঞ্জীব দাস (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুর ১টার দিকে ফেনী শহরতলীর উত্তর সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কিশোর ফেনী শহরের মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সহদেবপুরে তারা দীর্ঘদিন বসবাস করে আসছে।

নিহত কিশোরের পিতা ফার্ণিচার মিস্ত্রী পরিমল দাস জানান, দুপুরের দিকে বাতাস শুরু হলে তার ছেলে সঞ্জীব বাড়ীর পাশে আম কুড়াতে যায়।  কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হলে সাথে এ সময় হঠাৎ বজ্রপাতে তার ছেলে মাটিতে পড়ে যায় | তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এছাড়া ফেনীতে বজ্রপাতে আরো তিন জন আহত হয়। 

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে