Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ব্রাহ্মণবাড়িয়া নতুন ১১ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৮:৫৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়া নতুন ১১ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলা সদর উপজেলায় ৯ জনসহ জেলায় ১১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩ হাজার ৬১৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় ৩ হাজার ১৭১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। জেলায় ৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৪ মে) সন্ধ্যার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

সোমবার ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ১৩০ টি রিপোর্টে নতুন আরও ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৯ জন, আখাউড়া উপজেলায় ০১ জন ও নবীনগর উপজেলায় ০২ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৩৬১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৫৬৪ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১০২ জন, নাসিরনগর ১২৯ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২১৫ জন, নবীনগর উপজেলায় ৪৯১ জন, সরাইল উপজেলায় ১৮৩ জন, আশুগঞ্জ উপজেলায় ৩২৫ জন ও কসবা উপজেলায় ৩৪৬ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৩১৭১ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৩৮৬ জন, আখাউড়া উপজেলায় ২২৩ জন, বিজয়নগর উপজেলায় ৯২ জন, নাসিরনগর উপজেলায় ১১৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৮৭ জন, নবীনগর উপজেলায় ৪৪৫ জন, সরাইল উপজেলায় ১৩৫ জন, আশুগঞ্জ উপজেলায় ২৮৯ জন ও কসবা উপজেলায় ২৯৯ জন সুস্থ হয়েছেন।

আগামীনিউজ/নাহিদ