Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

খুলনায় খাবার পানির তীব্র সংকট


আগামী নিউজ | সিফাত আহম্মেদ, খুলনা জেলা প্রতিনিধি  প্রকাশিত: মে ৪, ২০২১, ০৮:৩৫ পিএম
খুলনায় খাবার পানির তীব্র সংকট

সংগৃহীত

খুলনাঃ পানির স্তর নিচে নেমে যাওয়ায় খুলনা মহানগরীর বিভিন্ন এলাকার নলকূপে পানি উঠছেনা। দীর্ঘ ৮ মাস বৃষ্টি না হওয়ায় ভূগর্ভের মাটি শুকিয়ে গেছে। খুলনা ওয়াসা থেকে সরবরাহ করা পানি দিয়েও চাহিদা মিটছে না।

খুলনা মহানগরীর টুটপাড়া, দিলখোলা রোড ঘুরে দেখা গেছে একটি নলকূপেও পানি নেই, প্রায়সব নল্কুপই শুকিয়ে পড়ে আছে। হাতে গোনা কয়েকটি বাড়িতে সাব-মারসেল আছে সে সমস্ত বাড়িতে আশপাশের মানুষ পানি নিতে ভিড় করছে। এলাকার বাসিন্দা কিস্লু আহম্মেদ জানান তিনি যখন পানি তোলেন আশপাশের ১৫-১৬ পরিবার ছুটে আসে পানি নিতে, বিগত ১ মাস যাবত তিনি পানি সরবরাহ করে আসছেন।এছাড়া নগরীর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে সেখানেও খাবার পানির সংকট। অনেকে ওয়াসা থেকে পানির গাড়ী কিনে সাময়িক চাহিদা মিটাচ্ছেন।

খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা ওয়াসা থেকে চলমান সমস্যা সমাধান এর জন্য দৃশ্যমান কোন পদ্ক্ষেপ নিতে দেখা যায়নি।

আগামীনিউজ/নাহিদ