Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ময়মনসিংহে বিএনপি‍‍`র ঈদ উপহার প্রদান  


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৭:৪৬ পিএম
ময়মনসিংহে বিএনপি‍‍`র ঈদ উপহার প্রদান  

ছবি: আগামী নিউজ

ময়মনসিংহঃ খুন,গুম ও নির্যাতিত পরিবারের সদস্যদেরকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও জেলা বিএনপি প্রদত্ত ঈদ উপহার'২১ বিতরণ করেন বিএনপি'র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। 

মঙ্গলবার (৪ মে) দলীয় কার্যালয়ে উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডঃওয়ারেস আলী মামুন,মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম,দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমান লিটন,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন বাবলু,যুগ্ম-আহবায়ক আলমগীর মাহমুদ আলম,ফারুক,শুকুর মাহমুদ ববি,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডঃএম এ হান্নান খান,কায়কোবাদ মামুন,মাহবুবুর রহমান মাহবুব। 

দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য অসুস্থ্যদের রোগমুক্তির জন্য দোয়া পরিচালনা করেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। 

এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ,জেলা যুবদল সভাপতি রোকনুজ্জামান রুকন,সাধারণ সম্পাদক এডঃ দিদারুল ইসলাম রাজু,জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ তালুকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল,মহানগর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/নাহিদ