Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ময়মনসিংহের ধোবাউড়ায় টিসিবির পন্য বিক্রি উদ্বোধন


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৭:৩১ পিএম
ময়মনসিংহের ধোবাউড়ায় টিসিবির পন্য বিক্রি উদ্বোধন

ছবি সংগৃহীত

ময়মনসিংহঃ জেলার  ধোবাউড়ায় স্বল্পমূল্যে পণ্য বিক্রি আজ উদ্বোধন করা হয়েছে।
 
আজ মঙ্গলবার(৪ মে) ধোবাউড়া  উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন,যুগ্ম- সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ উজ্জ্বল প্রমুখ। 
 
টিসিবির তথ্য অনুযায়ী, ভ্রাম্যমাণ মিনি ট্রাক থেকে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ২, লিটার সয়াবিন তেল ও ছোলা ৫৫ টাকা কেজি দরে ২ কেজি ক্রয় করতে পারবেন।
 
ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে এই পণ্য বিক্রি চলমান থাকবে ।
 
আগামীনিউজ/এএস