Dr. Neem on Daraz
Victory Day
প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

লালপুরে সরকারি ডহর বন্ধ করে পুকুর খনন!  


আগামী নিউজ | আব্দুল মজিদ, নাটোর জেলা প্রতিনিধি  প্রকাশিত: মে ৪, ২০২১, ০৫:২৬ পিএম
লালপুরে সরকারি ডহর বন্ধ করে পুকুর খনন!  

ছবি: আগামী নিউজ

নাটোরঃ বিলের পানি নিস্কাশনের পথ বন্ধ করে সরকারি ডহরে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাটোরের লালপুর উপজেলার এলাকার কয়েকশ' কৃষক।

মঙ্গলবার (৪মে) দুপুরে লালপুরের বিলশলিয়া কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ।

এলাকাবাসী অভিযোগ করেন, জমির মালিক নঈমুদ্দিনের ছেলে শরীফ আহমেদ লিংকন একজন প্রশাসনিক কর্মকর্তা।  তিনি এলাকার কৃষকের আপত্তি উপেক্ষা করে প্রভাব খাটিয়ে নিজের জমি ও সংলগ্ন সরকারি ডহর দখল করে পুকুর খনন করেন। যার ফলে আগামী বর্ষা মৌসুমে  বিলের হাজার হাজার বিঘা জমি জলাবদ্ধতার কবলে পড়বে। আর ফসল উৎপাদনও বন্ধ হয়ে যাবে। বিক্ষুদ্ধ এলাকাবাসী অবিলম্বে ওই ডহর থেকে মাটি অপসারণ করে তা উন্মুক্ত করে দেয়ার দাবি জানান।

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত শরীফ উদ্দিন নিংকন জানিয়েছেন, বিষয়টি সেখানকার প্রশাসন খতিয়ে দেখবে।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে