Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

দিনাজপুরে শনাক্ত১১, সুস্থ ১৬


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৫:২০ পিএম
দিনাজপুরে শনাক্ত১১, সুস্থ ১৬

ফাইল ফটো

দিনাজপুরঃ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত ১১ জন, সুস্থ ১৬ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, আজ ৪ মে  ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ টি শনাক্ত, মোট ১১ জন। ফলো আপ পজিটিভ ৩ জন। সনাক্তের হার ১৩.০৯%।

শনাক্তদের মধ্যে দিনাজপুর সদরে ৮, বিরল ১, বীরগঞ্জ ১ ও পার্বতীপুরে ১ জন।

জেলায় মোট সনাক্ত ৫ হাজার ৪৩০ জন, ২৪ ঘন্টায় সুস্থ ১৬ জন।মোট সুস্থ্য ৫ হাজার ৫৬  জন, বর্তমান রোগী ২৫৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। মোট মৃত্যু ১১৫ জন।

২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ১১৭টি, মোট নমুনা সংগ্রহ ৪০ হাজার ৫২৮ টি, মোট নমুনা পরীক্ষা ৩৭ হাজার ৮৩০ টি। হোমআইসোলেশনে আছেন ২২৬ জন।

২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৪৩ জন, মোট কোয়ারেন্টাইন ৩২ হাজার ৪৩৩জন, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র ৭৬ জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩১হাজার ৯৭০ জন।

আগামীনিউজ/এএস