Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

মধুখালীতে ঈদ উপহার পেলেন ২ বীরাঙ্গনা


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৫:১০ পিএম
মধুখালীতে ঈদ উপহার পেলেন ২ বীরাঙ্গনা

ছবি: আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার মধুখালীতে ২ জন বীরাঙ্গনাদের করোনা পরিস্থিতি মোকাবেলা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪মে) বিকাল সাড়ে ৩ টার দিকে মধুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার কল্লোল সাহা, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, বাগাট ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, জাহাপুর ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ ইসহাক হোসেন প্রমূখ।

সুত্র মতে, অাম্বিয়া বেগম ও মোছাঃ  ফুলজান বেগম  বীরাঙ্গনাকে একটি করে শাড়ি, এক বস্তা চাল, পাঁচ কেজি আলু, তেল, চিনি, সেমাই, মসুর ডাল, পেয়াজ, লবন, মালটা, তরমুজ, কলা, বাঙ্গী বিতরণ করা হয়। মধুখালী উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে এ সকল  সামগ্রী বিতরন করা হয়।

আগামীনিউজ/নাহিদ