Dr. Neem on Daraz
Victory Day

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাটি উত্তোলনের অভিযোগ


আগামী নিউজ | সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রোকাণা জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৪:৩৯ পিএম
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাটি উত্তোলনের অভিযোগ

ছবিঃ আগামী নিউজ

নেত্রকোণাঃ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিট হিসেবে খ্যাত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে কতিপয় দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসক বরারব অভিযোগ করেছে।

লিখিত অভিযোগে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের সময় যারা বিরোধিতা করেছিল তারই আজ সরকারি সম্পদ পরিবেশ বিনষ্ট করে রাতের আঁধারে ভেকু (এস্কোভেটর) দিয়ে তাদের (দুষ্কৃতিকারীরদের) নিজস্ব জায়গা ভরাট করছে বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জায়গার মাটি দিয়ে।

স্থানীয় জনগনের প্রতিবাদে জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তদন্ত করেছে বলে জানা যায়। তদন্তের পরে আরো বেপরোয়া হয়েছে তথাকথি ভূমিদস্যুরা।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে