Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

চাঁপাইনবাবগঞ্জে নতুন ৪২ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৩:১৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে নতুন ৪২ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। ৪২ জন করোনা পজিটিভের মধ্যে ৩৪ জন সদর উপজেলার, বাকি ৮ জন গোমস্তাপুর উপজেলার।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সদর উপজেলাসহ ৪ উপজেলা থেকে ১২৬ জনের শরীরির থেকে করোনা নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে নতুন করে ৪২ জনের শরীরিরে করোনা পজিটিভ ধরে পরে। করোনা সনাক্তদের মধ্যে অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চাঁপাইবাবগঞ্জে ১০৭ জনের শরীরের করোনা সনাক্ত হয়েছে। আর অদ্যবধি করোনায় মৃতুবরণ করেছে ২০ জন। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১০ জন।

আগামীনিউজ/জনী