Dr. Neem on Daraz
Victory Day

নওগাঁয় সোস্যাল এইডের খাদ্য সামগ্রী বিতরণ


আগামী নিউজ | এ কে সাজু,নওগাঁ জেলা প্রতিনিধি  প্রকাশিত: মে ৪, ২০২১, ০৩:০৯ পিএম
নওগাঁয় সোস্যাল এইডের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: আগামী নিউজ

নওগাঁ :  নওগাঁয় করোনাভাইরাসে  অসহায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৪ মে) বেলা১১টার দিকে শহরের কেজি স্কুল  মাঠে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘মুসলিম  হেলফেন‘ জার্মান   এর অর্থায়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড বাংলাদেশ এর উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ১৫কেজি সরুচাল, ১ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ কেজিচিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডিটারজেন পাউডার,৪টি ডেটল সাবান ও ১টি বালতি।

প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য বিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন  নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন অর   রশিদ।  

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সদর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, রানির প্রধান নিবাহী ওসোস্যাল এইডের উপদেষ্টা ফজলুল হক খান, বিশিষ্ট সমাজসেবকও রানির উপদেষ্টা মোশাররফ হোসেন চৌধুরী, এটিএন বাংলার সাংবাদিক রায়হান আলমসহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে