Dr. Neem on Daraz
Victory Day

গৌরীপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে  যুবক গ্রেফতার


আগামী নিউজ | হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২১, ০৬:০৪ পিএম
গৌরীপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে  যুবক গ্রেফতার

সংগৃহীত

ময়মনসিংহ: জেলার গৌরীপুরে শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার সমর দিকে কালীপুর মধ্যমতরফ (কলাবাগান) এলাকার এক কিশোরী (১৬) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ শরীফুল ইসলাম মিন্টু (২৬) নামের এক যুবককে গৌরীপুর থানা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গৌরীপুর থানায় শনিবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০১, তারিখ- ০১/০৫/২০২১ইং।

মামলার বিবরণীতে জানা গেছে, ভিকটিমকে ৬/৭ মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে ও মোবাইল ফোনে উত্যক্ত করতো মিন্টু। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ওই দিন সন্ধ্যায় কিশোরীকে যুবকের মামার বাসার সামনে একা পেয়ে জোরপূর্বক ধরে ঘরের ভিতর নিয়ে যায়। পরে ধর্ষণ চেষ্টাকালে ভিকটিমের চিৎকারে প্রতিবেশিরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করলে, ধর্ষককে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে