Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় চুরি মামলার দুই আসামী আটক


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২১, ০৩:৪১ পিএম
দুপচাঁচিয়ায় চুরি মামলার দুই আসামী আটক

ফাইল ছবি

বগুড়া: জেলার দুপচাঁচিয়ায় অটোভ্যানের ব্যাটারি চুরির মামলায় শনিবার (১ মে) সকালে দুজন কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ওই দুইজন হলেন বড় নিলাহালী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আলামিন প্রাং (২১)  এবং উত্তর সাজাপুর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে রাকিব প্রাং (২৯)।

পুলিশ জানায়, বড় নিলাহালী গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে ২৯ এপ্রিল ( বৃহস্পতিবার)  দিবাগত রাতে অটোভ্যানের ব্যাটারি চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ৩০ এপ্রিল ( শুক্রবার) দিবাগত রাতে মামলা দায়ের করে। মামলা গ্রহণ করেই তৎপর হয় পুলিশ। পরে গোপনসূত্রে খবর পেয়ে চোরদের আটক করে তাদের স্বীকাররোক্তি অনুসারে বড়নিলাহী গ্রামের দুদুর কবরস্থান হতে চুরিকৃত ব্যাটারি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলেফ মিয়া জানান, আটককৃত ওই চুরি মামলার আসামীদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে