Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

বগুড়ায় ধান ক্ষেতে দলিল লেখকের লাশ


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২১, ০২:১৫ পিএম
বগুড়ায় ধান ক্ষেতে দলিল লেখকের লাশ

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলা সদরে নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেত থেকে মশিউর রহমান সোনা মিয়া (৩৫) দলিল লেখকের লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১ মে) বেলা ১০টার দিকে বগুড়া সদর উপজেলার বারপুর দক্ষিণপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সোনা মিয়া বগুড়া সদর উপজেলার বারপুর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। 

বগুড়া উপ শহর পুলিশ ফাঁড়ির এসআই নান্নু মিয়া জানান, ধানক্ষেত থেকে লাশ উদ্ধারের সময় তার বুকের কাছে একটি ছুরিও পাওয়া যায়। যে অবস্থায় গলিত লাশ পাওয়া গেছে তাতে মনে হয় তাকে একদিন পুর্বেই হত্যা করা হয়েছে। 

নিহতের স্ত্রী সোনিয়া খাতুন জানান, বৃহস্পতিবার তারাবীর নামাজের সময় তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার বগুড়া সদর থানায় একটি জিডিও করেছিলাম।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 

আগামীনিউজ/নাহিদ