Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

খোকসায় বৃষ্টির জন্য নামাজ আদায়


আগামী নিউজ | কুষ্টিয়া জেলা প্রতিনিধি  প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৮:৪৪ পিএম
খোকসায় বৃষ্টির জন্য নামাজ আদায়

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার খোকসা উপজেলায় পৃথক তিন জায়গায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বৃষ্টির জন্য ধর্মপ্রাণ মুসলমানদের ইস্তেখারার নামাজ আদায় করেছে। 
খোকসা পৌরসভা মালিগ্রাম ঈদগা ময়দান, বেতবাড়িয়ায় খোলা মাঠ, ও ওসমানপুর ইউনিয়নের গনেষপুর গ্রামে হাজার হাজার মুছল্লির উপস্থিতিতে নামাজ আদায় করা হয়। 

এ সকল ইস্তের নামাজে স্ব-স্ব এলাকার ইমামগণ নামাজ আদায় করান ও খুতবা মোনাজাত পরিচালনা করেন।  

নামাজ আদায় শেষে নিজেদের পাপের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে দোয়া করেন। সেই সাথে জমিনে বলে চরন সকলের জন্য মহান আল্লার কাছে দোয়া কামনা করেন।

আগামীনিউজ/নাহিদ