Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় বিভিন্ন মসজিদে আ‍‍`লীগ নেতার বার্তা


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৫:১৩ পিএম
দুপচাঁচিয়ায় বিভিন্ন মসজিদে আ‍‍`লীগ নেতার বার্তা

বগুড়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন জামে মসজিদে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মঞ্জু।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে মসজিদের মুসল্লীদের সচেতন করতে  উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে  নামাজের সময় উপস্থিত হয়ে লকডাউনে আরোপিত বিধি নিষেধসমূহ তুলে ধরে মাস্ক বিতরণ করছেন ওই নেতা।

বুধবার (২৮ এপ্রিল) আব্দুর রশিদ মঞ্জু বলেন, গোবিন্দপুর ইউনিয়নে আমার জন্ম। তাই এ এলাকার মানুষ ও মসজিদের মুসল্লীদের সচেতন করা আমার কর্তব্য। আমার তরফ থেকে এলাকার জনগনদের কে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা ও লকডাউনে সরকারি বিধি নিষেধ সম্পর্কে অবহিত করা চলমান থাকবে।

সেইসাথে এলাকার জনগন ও মসজিদের মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আগামীনিউজ/জনী