Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

মধুখালীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৪:৪৫ পিএম
মধুখালীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

ছবিঃ আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার মধুখালীতে  সরকারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত ১শ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে  উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল ও পোশাক বিতরণের  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার। 

১শ জন গ্রাম পুলিশকে  একখানা বাইসাইকেল, দুইসেট ইউনিফরম , এক জোড়া বুট, এক জোড়া কাপড়ের  জুতা, দুই জোড়া মোজা, একটি বেল্ট, একটি টুপি এবং  একটি করে নেমপ্লেট বিতরণ করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলভী রহমান। 

আগামীনিউজ/সোহেল