রংপুরে আ`লীগ নেতা ওয়াজেদুল ইসলামের মা আর নেই
                        
                        
                            
                                 আগামী নিউজ | শরিফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১,  ১২:০৬ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
রংপুরঃ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাহেদা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ওয়াজেদুল ইসলাম এর মাতা মোছা. জাহেদা খাতুন আর নেই।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
 
বৃহস্পতিবার (১৫ই এপ্রিল) ভোর ৫টা ৩০মিনিটে বার্ধক্যজনিত কারণে নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
 
এদিকে মরহুমার  মৃত্যুতে শোক প্রকাশ করেছে রংপুর জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আমিন সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম রাজু এক যুক্ত শোক বিবৃতিতে রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম এর মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন এবং  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 
আগামীনিউজ/এএস