Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

নবাবগঞ্জে সমাজ কল্যাণ ফান্ডের ইফতার সামগ্রী বিতরণ


আগামী নিউজ | মো. শামীম, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৪:৩৯ পিএম
নবাবগঞ্জে সমাজ কল্যাণ ফান্ডের ইফতার সামগ্রী বিতরণ

ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ জেলার নবাবগঞ্জ উপজেলায় মানবসেবামূলক সংগঠন ‘সমাজ কল্যাণ ফান্ডের’ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
আজ সোমবার(১২ এপ্রিল) সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল হাজী মার্কেটে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে গ্রাম ভিত্তিক প্রতিনিধিদের মাধ্যমে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
 
নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, শিকারীপাড়া, নয়নশ্রী ও দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ২৯টি গ্রামের ৫০০ টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
 
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লাভলু মুহাম্মদ হাসানের উদ্যোগে ১ জানুয়ারী ২০২০ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। করোনাকালীন সময়ে কর্মহীন মানুষদের পাশে থেকে সংগঠনটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। দরিদ্র ও অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা ও দুস্থ পরিবারের মেয়ের বিবাহে আর্থিক সহায়তা প্রদান করেছে।
 
 সংগঠনের স্বেচ্ছাসেবী টিম বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ তামজিদ সুজন সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
 
আগামীনিউজ/এএস