Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

রংপুর যানজট সামলাতে হিমশিম পুলিশ


আগামী নিউজ | শরিফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০২:১৮ পিএম
রংপুর যানজট সামলাতে হিমশিম  পুলিশ

ছবি: আগামী নিউজ

রংপুর: মহানগরীর রাস্তায় করোনা পরিস্থিতির কোন চিহ্ন নেই। পুলিশও হিমশিম খাচ্ছে যানজট সামলাতে।

সোমবার (১২ এপ্রিল)  সকাল থেকেই রংপুর মহানগরীতে উপচেপড়া মানুষের ভীড়। রোজার কেনাকাটাকে উপলক্ষ্য করে যেন সবাই বের হয়েছেন রাস্তায়। নগরীর প্রতিটি প্রান্ত মাঝারি ও ছোট যানবাহনে ঠাসা। দেখে বোঝার উপায় নেই যে, করোনা বলে কোন কিছু একটা আছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসনের তৎপরতাও নেই নগরীতে। পুলিশের ব্যস্ততা দেখা গেছে যানজট নিয়ন্ত্রণে। নিত্যপণ্যের বাজারেও তিল ধারণের ঠাঁই নেই।

আগামীনিউজ/নাহিদ