Dr. Neem on Daraz
Victory Day

বাকিতে তরমুজ না দেয়ায় ক্রেতার হাতে বিক্রেতা খুন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ০৭:৫৩ পিএম
বাকিতে তরমুজ না দেয়ায় ক্রেতার হাতে বিক্রেতা খুন

ফাইল ফটো

নাটোরঃ বাকিতে তরমুজ না দেয়ায় ক্রেতার ছুরিকাঘাতে তরমুজ ব্যবসায়ী জিল্লুর রহমান খুন হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে নাটোরের সিংড়া উপজেলার সাতপুকুড়িয়া বাজারের তরমুজ ব্যবসায়ী জিল্লুর রহমানের কাছে বাকিতে তরমুজ কিনতে যান বাচ্চু ঘটক নামে এক ব্যক্তি। বাকিতে তরমুজ দিতে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাচ্চু ঘটক সেখানে থাকা ছুরি দিয়ে জিল্লুরকে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায়  ওই ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। সিংড়া থানার ওসি নুর ই আলম সিদ্দিকী জানান,  হত্যা কারিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে